
শনিবার ২৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সাজিদ খানের ঘূর্ণিতে দিশাহারা ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। একসময়ে ২ উইকেট হারিয়ে ২১১ রান করেছিল ইংল্যান্ড। কিন্তু ১৮ বলে চার-চারটি উইকেট দ্রুত হারিয়ে সমস্যায় স্টোকসরা। ১৪ রান তুলতে সক্ষম হয়েছে ইংল্যান্ড। ২ উইকেটে ২১১ থেকে ইংল্যান্ড হয়ে যায় ৬ উইকেটে ২২৫। দিনের শেষে ইংল্যান্ডের রান ৬ উইকেটে ২৩৯।
ইংল্যান্ডের ইনিংসে ধস নামানোর পিছনে অবদান রয়েছে সাজিদ খানের। তাঁর স্পিনে বেসামাল ইংল্যান্ডের ইনিংস। ইংরেজরা এখনও ১২৭ রানে পিছিয়ে।
ইংল্যান্ড শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিল। ক্রলিকে আউট করে প্রথম আঘাত হানেন নোমান। এরপরে ওলি পোপকে বোল্ড করেন সাজিদ।
দুই ব্যাটারকে হারালেও বেন ডাকেট এবং জো রুট ইংল্যান্ডকে নিয়ে যান ২ উইকেটে ২১০ রানে। সাজিদ ফেরান রুটকে। তখন থেকেই শুরু হয় ধস।
পরের ওভারে সাজিদ ফেরান শতরানকারী ডাকেটকে। ১২৯ বলে ১১৪ রান করে ফেরেন তিনি। সেই ওভারের শেষ বলে হ্যারি ব্রুক আউট হন সাজিদের বলে।
এখানেই শেষ নয়। পরের ওভারে নোমান তুলে নেন বেন স্টোকসের উইকেট। ২ উইকেটে ২১১ থেকে ইংল্যান্ড হয়ে যায় ৬ উইকেটে ২২৫। ক্রিজে রয়েছেন জ্যামি স্মিথ এবং ব্রাইডন। সাজিদ খান নিয়েছেন ৪টি উইকেট, নোমানের নামের পাশে ২টি উইকেট। এর আগে পাকিস্তান থেমে যায় ৩৬৬ রানে।
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিনশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের